ঢাকা, বুধবার, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সূচকের অব্যাহত পতনে লেনদেন সামান্য বেড়েছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আজ গতকালের তুলনায় সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্সটি গতকালের তুলনায় ৩১.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৩১.৯৮ পয়েন্টে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন হয়েছে ১ হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকা যা গতকালের তুলনায় ১৫ কেটি টাকার লেনদেন বেড়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৫ টি কোম্পানির শেয়ার। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩ টি কোম্পানির শেয়ার দর, কমেছে ২৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টি কোম্পানির শেয়ার দর।

ডিএসই’তে দর বাড়ার তালিকায় থাকা কোম্পানির মধ্যে ৭৩ টি এ ক্যাটাগরির, ১৩টি বি ক্যাটাগরির, ২ টি এন ক্যাটাগরির এবং বাকি ৫ টি ছিলো জেড ক্যাটাগরির শেয়ার।

অপর শেয়ার বাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ এ আজ লেনদেন হয়েছে ৬৩ কোটি ২ লাখ টাকার শেয়ার।