পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক যুব সংগঠন ‘‘বাংলাদুয়ার যুব সমাজ’’ ও বাংলাদুয়ার পঞ্চায়েত কমিটি উদ্যোগে ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল গতকাল শুক্রবার (১০জানুয়ারী) বাদ আসর হতে নাজিরা বাজারস্থ মাজেদ সরদার নতুন সড়ক প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলের বাংলাদুয়ার জামে মসজিদের মুতাওয়াল্লি ও পঞ্চায়েত কমিটি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ৩৪ নং ওয়ার্ড মোঃ মামুন আহম্মেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস উপদেষ্ঠা ও মাদরাসাতুল হাদীস ও নাজিরা বাজার বড় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন।
তাফসীরুল কুরআন মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত থেকে মনমুগদ্ধকর আলোচনা করেন এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ও এনটিভি আলোচক শাইখ ড. সাইফুল্লাহ আল মাদানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাইখ ইমাম হোসাইন, মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়ার মুহাদ্দিস শাইখ আব্দুল মোমিন বিন আব্দুল খালেক। বায়তুল মা’মুর জামে মসজিদের ইমাম শাইখ [.....]