
করোনা মহামারি মোকাবেলায় শ্রমিকদের মজুরির জন্য সরকার 8,6০০ কোটি টাকা বরাদ্দ করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ঐতিহাসিক মে দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমজীবী মানুষের জীবিকা নির্বাহ ও তাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন-“আমাদের সরকার ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে, যা এক কোটিরও বেশি লোকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। স্থানীয়-বিদেশী বিনিয়োগকারীরা সর্বত্র কারখানা স্থাপনের পরিবর্তে এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন,”
প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে সরকার করোনাভাইরাস মহামারি চলাকালীন ত্রাণ বিতরণ এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, সরকার তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্প ও দুস্থ শ্রমিকদের বেকার শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন নীতি, ২০২০ বাস্তবায়নে শ্রম অধিদপ্তরের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে।
বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র মে দিবসের চেতনায় নিমগ্ন হয়ে শ্রমিক ও মালিকরা স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা এবং জাতীয় সম্পর্ক বজায় রেখে জাতীয় উত্পাদন বৃদ্ধিতে তাদের আত্মনিয়োগ করবেন ।
তিনি আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর পুরো জীবন সংগ্রাম করেছিলেন।
তিনি বলেন- “শোষণমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু 197২ সালে শ্রম নীতিমালা প্রণয়ন করেছিলেন। তিনি দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছেন এবং পরিত্যক্ত মিল ও কারখানাগুলিকে জাতীয়করণ করে শ্রমিকদের আইনগত অধিকার নিশ্চিত করেছেন,”