ঢাকা, মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন ব্যবসায়ী নেতা – নিজাম উদ্দিন রাজেশ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সদস্য সচিব নিজাম উদ্দিন রাজেশ ।

সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় এই ব্যবসায়ী নেতা বলেন, নিহত ও আহতদের অধিকাংশই কোমলমতি শিশু। এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ সবাইকে শোক সইবার শক্তি দিন।এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের পিতা-মাতা, ভাই-বোন সহ নিকট আত্মীয় স্বজনদের কষ্টে সান্ত্বনা দেয়া সম্ভব নয়। মহান আল্লাহ সুবহানাহু তা’আলার কাছে দোয়া করি নিহতদের তিনি ক্ষমা করে তাঁর রহমতের ছায়ায় আশ্রয় দেন। আর শোকাহত পরিবারের প্রতি ধৈর্য্য ধরে এই কষ্ট কাটিয়ে ওঠার তৌফিক দেন।বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। এর পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি ও জানান।