ঢাকা, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মামুনুলের পক্ষ নিয়ে পদ খোয়ালেন ছাত্রলীগ নেতা!

রাঙামাটি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে প্রচারণা চালানোর’ অভিযোগে রাঙামাটি পৌর ছাত্রলীগের নেতা আবির হাসানকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে রাঙামাটি পৌর ছাত্রলীগের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এছাড়া তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছেন সংগঠনটি।

অব্যাহতি প্রাপ্ত আবির হাসান রাঙামাটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি রাঙামাটি সরকারি কলেজে অধ্যায়নরত ছিলেন।

রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দীন ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অপরাধে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবির হাসানকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।