ঢাকা, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার ৮৪ হাজার টিকা সুনামগঞ্জে

সুনামগঞ্জের চৌহাট্টায় সিভিল সার্জন কার্যালয়ে রোববার (৩১ জানুয়ারি) সকাল ৭টায় করোনাভাইরাসের ৮৪ হাজার টিকা পৌঁছেছে। বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যান এসব টিকা পৌঁছায়।

ভ্যাকসিন বুঝে নেয়ার আগে টিকার কার্টুনের তাপমাত্রা পরীক্ষা করেন জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন। পরে এগুলো জেলা ইপিআই ভবনের শীতলীকরণ কক্ষে সংরক্ষণ করা হয়।

সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন নিশ্চিত করে জানান, প্রথমধাপে আমরা ৮৪ হাজার টিকা পেয়েছি। সরকারের নির্দেশনা রয়েছে ফ্রন্ট লাইনাররা যেন আগে পান, তবুও স্বাস্থ্য বিভাগের পরবর্তী নির্দেশনার মাধ্যমে আমরা টিকা দেয়া শুরু করা হবে।

তিনি আরও জানান, সুনামগঞ্জের অন্য ১০ উপজেলায়ও টিকা পাঠনো হবে সর্তকতার সাথে। সুনামগঞ্জ জেলা সদরে ৮টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে ও রিজার্ভ  রাখা হয়েছে দুইটি। প্রতি উপজেলায় দুটি করে এবং একটি করে রিজার্ভ টিকাদান কেন্দ্র প্রস্তুত করা আছে।