
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। জানা যায়, কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৭২ জন। এদের মধ্যে প্রতিদ্বন্দ্বী করেন অভিভাবক সদস্য ৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৩ জন।নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়া।এ নির্বাচনে অভিভাবক সদস্য হিসাবে বিজয়ীরা হলেন ২৮৬ ভোট পেয়ে ১ম হয়েছেন মোল্লা আবুল হাসনাত,২৩৩ ভোট পেয়ে ২য় হয়েছেন শেখ মোহাসিন,২০০ ভোট পেয়ে ৩য় হয়েছেন হাফিজুর রহমান বিল্পব,১৯৫ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন শেখ অহিদুল ইসলাম,ও ২১১ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন মোসাঃ আফরোজা বেগম। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসাঃ রোখছানা খাতুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ছিলেন কঠোর অবস্থানে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জহরুল ইসলাম বলেন, কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন কোনো কারচুপি ছাড়া সুষ্ঠভাবে সম্পূর্ণ হয়েছে।আপনারা দেখেছেন আমি সহ সকাল থেকে নড়াগাতি থানার ওসি রোখছানা তার থানার সকল ফোর্স নিয়ে সব সময় তদারকি করেছেন।জেলা গোয়েন্দা পুলিশ,আনসার সদস্যরা তাদের দায়িত্ব পালন করেছেন। সবার প্রচেষ্টায় একটি সুন্দর ও আনন্দঘন নির্বাচন সম্পন্ন হয়েছে।নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান তিনি।