
আজ বিশ্ব মা দিবস। মে মাসের দ্বিতীয় রোববার এ দিবসটি পালন করা হয়।দিবসটি উপলক্ষে পৃথিবীর সকল মাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।
নিজের ফেসবুক পেজে মায়ের সঙ্গে ছবি আপলোড করেছেন সাকিব। পাশাপাশি স্ত্রী শিশির এবং দুই কন্যার সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন সাকিব।
ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরো সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা। ‘
ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতির কারণে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরে এসেছেন সাকিব। বর্তমানে গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করছেন তিনি। এরপর ২৩ মে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে দেখা যাবে তাকে।