
তৃতীয়দিনের তৃতীয় উইকেট হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান কাইল মায়ার্সকে (৪০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এর আগে প্রথম সেশনের প্রথম বলে এনক্রুমাহ বোনারকে (১৭) তাইজুল ইসলাম এবং দেয়াল হয়ে থাকা ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে (৭৬) বোল্ড করেন নাঈম হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৫৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে ক্যারিবিয়ানরা। ব্যাটিংয়ে আছেন জার্মেইন ব্ল্যাকউড (২১) ও উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা (০)।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিন শুরু করেন দুই ক্যারিবিয়ান ব্যাটসম্যান বোনার ও ব্রাথওয়েট। তবে দিনের শুরুতে ধাক্কা খায় তারা। ২ উইকেটে ৭৫ রান নিয়ে আগেরদিন শেষ করেছিল সফরকারীরা।
এর আগে মেহেদী হাসান মিরাজের অভিষেক টেস্ট সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৩০ রান।