
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করলে বা প্রচারণায় অংশ নিলে নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ নিজ এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণাসহ অন্যান্য সহযোগিতা করতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। যদি যুবলীগের কোনো নেতা-কর্মী নৌকার বিপক্ষে প্রার্থী হয় বা প্রচার প্রচারণায় অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।