ঢাকা, সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখের ছেলে বলেই সর্বক্ষণ প্রেশারে থাকেন আরিয়ান : আশিশ

সুপারস্টারদের সন্তানদের ব্যক্তিগত জীবনে বহুবার বাবার নাম, যশ, খ্যাতির জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে। বলিউড ইন্ডাস্ট্রিতেও সেই চর্চা নতুন নয়, সেই প্রেক্ষিতেই শাহরুখপুত্র আরিয়ান খানও কি সর্বক্ষণ চাপের মধ্যে থাকেন? সম্প্রতি এক পডকাস্টে সেদিকেই ইঙ্গিত করেছেন আশিশ চাঁচলানি।

আশিশ চাঁচলানি পডকাস্টে বলেন, ‘ভারতের সেরা সুপারস্টারের ছেলে হওয়ায় আরিয়ান খান একটা প্রেশারে থাকেন। তবে এতটা চাপ সত্ত্বেও তিনি কিন্তু বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

এরপর বলেন, ‘আরিয়ানের মতো সৎ মানুষ ইন্ডাস্ট্রিতে খুব কম। আমি ওকে এই জন্যই খুব ভালোবাসি। দারুণ একজন মানুষ। কোনও রাখঢাক নেই আরিয়ানের মধ্যে।

শেষে আরিয়ানের প্রসঙ্গে আশিশের ভাষ্য, ‘ওর বাবার নাম যেহেতু শাহরুখ খান, তাই আরিয়ান ভীষণ চাপের মধ্যে থাকে। তবে নিজে কী চান? সেই বিষয়ে মারাত্মক পরিষ্কার ধ্যানধারণা রয়েছে ওর মধ্যে। যখনই আরিয়ানের সঙ্গে কথা হয়েছে, মনে হয়েছে ও ভীষণ প্রেশারে রয়েছে।’

‘তবে যেহেতু নিজের ক্যারিয়ার নিয়ে ওর স্বচ্ছ ভাবনা বা প্ল্যানিং রয়েছে, তাই নিজের মতো করেই এগিয়ে যাচ্ছেন। আরিয়ান খান পরিচালক এবং লেখক হতে চান এবং সেই পরিসরেই কঠোর পরিশ্রম করছেন। যখনই ওর সঙ্গে কথা হয়েছে দেখেছি, ফিল্ম মেকিং নিয়ে অসম্ভব প্যাশনেট।’

প্রসঙ্গত, আরিয়ান খান নেটফ্লিক্সের জন্য যে সিরিজ তৈরি করেছেন, সেটাতে কাজ করেছেন আশিস চাচলানি ঘনিষ্ঠ অনেকে। আরিয়ানের সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে সালমান খান, রণবীর কাপুর, করণ জোহর, রণবীর সিং, ববি দেওল থেকে শুরু করে আরও অনেককে। পরিচালকের আসনে বসার আগেই নিজস্ব পোশাক সংস্থাও খুলে ফেলেছেন বলিউডের ‘সিম্বা’।