ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিভিল স্টাফ (নন-পুলিশ) নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। এতে কম্পিউটার অপারেটর এবং ক্যাশিয়ার পদে আগামী ৮ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

ডিএমপির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এ পদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১২৮।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ বাহার কলেজে এ দুই পদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার অপারেটর পদে পরীক্ষার্থী ১ হাজার ৮১৬ জন এবং ক্যাশিয়ার পদে পরীক্ষার্থী ১ হাজার ৩১২ জন।

উল্লেখ্য, ৮ অক্টোবর বেলা তিনটায় লিখিত পরীক্ষা শুরু হবে। আবেদনকারী প্রার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া আগামীকাল বুধবার সব প্রার্থীর মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে বিষয়টি জানানো হবে।