
আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-2022 যথাযোগ্য মর্যাদায় পালন করতে যাচ্ছে দেশ।
কম্পিউটার ট্রেনিং ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনা করছি।
১৯২০ সালের এই দিনে বাঙালি জাতির প্রাণবন্ত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু গোপালগঞ্জ মহকুমা, বর্তমানে জেলার টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
শেখ লুৎফুর রহমান ও সায়রা খাতুনের পিতা-মাতার চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
জাতি ধুমধাম ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি জাতি উদযাপন করবে।
বিদেশে বাংলাদেশ মিশনগুলোও দিবসটি উদযাপনের জন্য বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি পালন উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে পৃথক বাণী দেবেন।
দিনটি সরকারি ছুটির দিন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী থেকে শুরু হওয়া মুজিববর্ষ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন। দুপুর আড়াইটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও জন্মবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
হৃদয়ে পিতৃভূমি’ শিরোনামে আগামীকাল থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল সাড়ে ৭টায় আওয়ামী লীগ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ‘শিশু-কিশোর’ সমাবেশে যোগ দেবেন বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিকেলে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আগামী ১৮ মার্চ আওয়ামী লীগের আয়োজনে টুঙ্গিপাড়ায় আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
জন্মশতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করবে বাংলাদেশ ছাত্রলীগ
১৯ মার্চ দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ২০ মার্চ জাতীয় শ্রমিক লীগ, ২১ মার্চ কৃষক লীগ, ২২ মার্চ আওয়ামী যুবলীগ, ২৩ মার্চ যুব মহিলা লীগ, ২৪ মার্চ মহিলা আওয়ামী লীগ এবং ২৪ মার্চ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ২৫ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ ১৯ থেকে ২৫ মার্চ তাদের কর্মসূচি পালন করবে।
এসব কর্মসূচি ছাড়াও ১৯-২৫ মার্চ গোপালগঞ্জ সদরে অনুষ্ঠিত হবে লোকজ মেলা।
বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বাঙালির জীবনে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।