
ফরিদপুরে আলোচিত অর্থ পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি খন্দকার মোহতেশাম হোসেন বাবর গ্রেফতারে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হকের সভাপতিত্বে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান রাহাত, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা, মো. ফারুক হোসেন, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।