ঢাকা, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এমন ভয়ঙ্কর দুঃসময় আগে দেখেনি ভারত

করোনা ভাইরাসে নাস্তানাবুদ গোটা ভারত। একদিনের চেয়ে আরেকদিন বাড়ছে আক্রান্ত। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন।

এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জনে। আর মোট মৃত্যু বেড়ে হয়েছে ২ লাখ ৩০ হাজার ১৬৮ জন।

এ নিয়ে দেশটিতে তৃতীয়বার ও টানা দ্বিতীয় দিন দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়ালো। গত ৩০ এপ্রিল প্রথম একদিনে ৪ লক্ষাধিক আক্রান্তের খবর পায় ভারত।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল ভারতে করোনায় দৈনিক আক্রান্ত ছিল ৪ লাখ ২ হাজার ৩৫১ জন। ৬ মে আক্রান্ত হয় ৪ লাখ ১২ হাজার ৯১৮ জন আর ৭ মে সে সংখ্যা ছাপিয়ে একদিনে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন আক্রান্ত হয়েছে।

গেল ১ মাচ ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছিল ১৫ হাজার ৫১০ জন। ওই মাসের শেষ দুই সপ্তাহে দৈনিক আক্রান্ত ৩ লাখ ছাড়িয়ে যায়। এপ্রিলে এ সংখ্যা পৌঁছায় সাড়ে ৩ লাখে। মে মাসের প্রথম সপ্তাহে এই দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়ালো।

দেশটির জনস্বাস্থ্য ও চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, গত মার্চ মাস থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর ভারতে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

ভারতে প্রতিদিন নতুন আক্রান্ত রোগী বাড়ার সঙ্গে সঙ্গে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে।

এই বিপুল সংখ্যক এই রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে ভারতের হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। হাসপাতালে শয্যা ও অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। শয্যা পেলেও অনেক রোগী অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তাদের ঠিকমতো সৎকারও হচ্ছে না।