
সিলেট: স্বাস্থ্যবিধি না মানার কারণে ফের করোনা ঝুঁকিতে পড়েছে সিলেট। দিনের পর দিন বাড়ছে মৃত্যু।
সংশ্লিষ্টরা জানান, গত এক সপ্তাহ ধরে সিলেটে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগী। সেসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১শ’ জন। এরমধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরআগে গত দুই দিনে আক্রান্ত হয়েছিলেন ২শ’ জন। এরমধ্যে ৯৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেটের করোনা বিশেষায়িত হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুশান্ত মহাপাত্র বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এক নারীসহ চারজন মারা গেছেন। এরমধ্যে বিয়ানীবাজারের দু’জন, গোলাপগঞ্জের একজন। তাদের করোনা পজিটিভ ছিলো। মারা যাওয়া আরেকজন জকিগঞ্জের। তিনি আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। এছাড়া আরেকজন হবিগঞ্জে মারা গেছেন।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে মানুষ আগের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। কেননা, করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় একজন থেকে শ’খানেক লোক আক্রান্ত হতে পারেন। এ জন্য স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
তিনি বলেন, হাসপাতালে করোনা পজিটিভ ৩৫ জনসহ ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে করোনা আক্রান্ত ৮ জনসহ ১১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্য হয়েছে। এরমধ্যে চারজন সিলেটের ও হবিগঞ্জের একজন রয়েছেন। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০ জনে।
এছাড়া নতুন করে আক্রান্ত ১০০ জনের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৫ জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৭৯ জন, হবিগঞ্জে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪৯১ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১৮১ জন।