
আইপিএলের এবারের আসরের আগে কয়েকটি নিয়মে পরিবর্তন আনা হয়েছে। কয়েকটি নতুন নিয়মও এসেছে। তার মধ্যে অন্যতম দ্বিতীয় ইনিংসে দুটি বল ব্যবহারের নিয়ম। প্রথমবার সেই নিয়ম দেখা গেল গতকাল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে।
তবে তার জন্য বোলিং দলের অধিনায়ককে অনুরোধ করতে হবে। আম্পায়ার যদি মনে করেন বল বদলানো উচিত, তখনই তা হবে। যত ওভারের পর বল বদলানো হবে, তত ওভার পুরনো বলই দেওয়া হবে। তবে সেই বল শুকনো হওয়ায় তা ধরতে সুবিধা হয় বোলারদের।
পরাগ ভেবেছিলেন, শুকনো বল পেলে হয়তো কলকাতার বিপক্ষে ম্যাচে ফেরত আসা যাবে। কিন্তু তা হয়নি। বল বদলের পর আর মাত্র ৯ বলের মধ্যেই খেলা শেষ করে দেয় কলকাতা।