
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে কোভিড-১৯ ভ্যাকসিন (টিকা) বাধ্যতামূলক করা ও লকডাউনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে এ বিক্ষোভ হয়।
দ্য গার্ডিয়ান অনলাইন জানিয়েছে, ওয়েলিংটনে পার্লামেন্ট ভবনের সামনে প্রায় দুই হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদেও হাতে নানা ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড দেখা গেছে। এ সময় পার্লামেন্ট ভবনের দুটি ফটকই বন্ধ করে দেয়া হয়।
এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। নিউজিল্যান্ড পার্লামেন্টের স্পিকার ট্রেভর ম্যালার্ড বলেন, ১৯৮৪ সালের পর এবারই পার্লামেন্টে সবচেয়ে বেশি সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।