ঢাকা, মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে মেজর মান্নানের শোক

প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর মৃত্যু সংবাদে বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, দেশ একজন সাহসী রাজনীতিবিদকে হারাল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।