
সাতক্ষীরায় গলায় ডিশ লাইনের তার পেঁচিয়ে শ্বাসরোধ করে আলমগীর হোসেন (২২) নামে এক দিনমজুরকে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়া হয়েছে বলে অভিযোগ।
শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের আফছার আলীর পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। আলমগীর হোসেন সাতক্ষীরা সদরের বকচরা পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে।
আলমগীরের বড় ভাই পরিবহন শ্রমিক মহিবুল্লাহ জানান, তার ছোট ভাইয়ের সঙ্গে পার্শ্ববর্তী বালিয়াডাঙা গ্রামের জনৈক আব্দুল জলিলের স্ত্রীর পরকীয়া ছিল। এ নিয়ে বিরোধও হয়েছে কয়েকবার। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তার ভাইকে গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের মা সুফিয়া খাতুনের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি দেলওয়ার হুসেন জানান, আলমগীর বৃহস্পতিবার রাত ৯টায় চা খাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ভোরে তার লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
ওসি আরো জানান, পরকীয়ার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।