ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চুলের ধরন -মাহফুজ মেহেদী

আম্মু রাখেন চুলগুলোকে পিঠের ওপর মেলে,
বড়’পা আবার কেটে ফেলেন কাঁধের নিচে এলে।
ইতুবুড়ি ফিতে গুঁজে করবে দু’টো বেনি,
রুড গুলিতের মতো ঝাঁকড়া চুল করেছে ডেনি।
লিটুর মাথায় কদম কাটিং, সবগুলো চুল খাড়া,
ঘাড়ের নিচে ঘোড়ার মতো চুল রেখেছে তারা।
আব্বু করেন ত্যাড়া সিঁথি, সোজা করেন কাকু,
দাদু রাখেন উল্টিয়ে চুল, কারণ তিনি টাকু !
একেকজনের চুলের ধরন একেক রকম তাই,
বুদ্ধি করে ন্যাঁড়া হলাম চুলই রাখি নাই !