
বাংলাদেশ একটি দেশের নাম। বাঙালী একটি জাতির নাম। বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বাঙালীর অগ্রগতির পথপদর্শক শেখ হাসিনা।
বিষয়গুলি সহজে লেখা গেলেও তা অর্জনের ইতিহাস অনেক লম্বা ও কস্টকর। মানুষ অতিতের কথা স্মরন করে তার স্বাদ গ্রহন করতে ভালবাসে, অপরদিকে বর্তমানের সমালোচনায় সর্বদা মগ্ন। মানুষের সেই গুনের ধারাবাহিকতায় মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও বাঙালী জাতির অভূতপূর্ব উন্নয়ন সাধনের ধারাকে দেশের কিছু মানুষ বাকা চোখে দেখতে চায়। কিন্তু উন্নয়নের অগ্রভাগের স্বাদ এই বাকা চোখের মানুষগুলিই অগ্রে গ্রহন করে।
আজকে ঢাকা শহরে একজন মানুষ ভ্যানের উপর ব্যবসা করে যখন দৈনিক 700-1000 টাকা পর্যন্ত নীট মুনাফা করছে, তার পরিবার নিয়ে ডাল-ভাত খেতে পারছে- তা অনেকের চোখে পড়লেও বলতে চায় না। ঢাকা সহ সারা দেশের রাস্তা-ঘাট, প্রযুক্তি, শিক্ষার অগ্রগতিকে অনেকেই বাকা চোখে দেখে আসছে। প্রকৃতপক্ষে মানুষ উন্নয়নের সুবিধা কম-বেশি ভোগ করেই চলেছে। তবে একটি বিষয় অবশ্যই স্বীকার করতে হয়- উন্নয়নের সমবন্ট হচ্ছে না। কারও বাড়ি কানাডার বেগম পাড়ায় আবার কারও এখনো থাকার বাসস্থান নাই বললেই চলে। সেখানেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে কাজ করতে হবে।
মাননীয় প্রধানমন্তীর পরিশ্রমের ফল তখনই পুরোপুরি মানুষ ভোগ করতে পারবে –যখন উন্নয়নের সমবন্টন হবে, নীতির সুবাতাস বহমান থাকবে, বঞ্চিত করার বাতাস বন্ধ হবে।
আমাদের প্রিয় এই ছোট জন্মভূমি আমাদেরকে কি দেয়নি? সাড়ে সাত কোটি মানুষ যেখানে দুবেলা ভাত খেতে কস্ট হতো- সেখানে আজ সেই দেশের মাটিই আমাদের 18 কোটি মানুষকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সুবাধে আমাদের প্রতি মহান আল্লাহর এই রহমত।
আসছে জাতীয় সংসদ নির্বাচন।দেশের সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কারন বাঙালীর জাতির অগ্রগতির ধারাকে আর যদি কয়েকটি বছর অব্যাহত রেখে নীতির সুবাতাস বহমান করা সম্ভব হয় তবে- আমরা বিশ্বে জাতি হিসেবে এক নতুন রূপে পরিচিতি লাভ করব। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প বাংলাদেশে দ্বিতীয় কেহ নাই।
সেক্ষেত্রে শেখ হাসিনাকে নেতৃত্বে রেখে দেশের যে কোন স্থানে যে কোন মানুষ ভাল কাজ করলে দেশের অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। আপনি মেম্বর, চেয়ারম্যান, এমপি, সচিব, ডিসি, ইউএনও পদে অবস্থান করে যে কোন মতাদর্শের হোন না কেন. শেখ হাসিনা নেতৃত্বে থাকলে আপনার ভাল কাজের পথ সুগম হবে। তাই নিজের কাজকে নিজের ও মানুষের কল্যানের জন্য করতে শেখ হাসিনার নেত্বতে দেশ গড়ার কাজে আমাদেরকে লিপ্ত হতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করলে- নির্বাচন নিয়ে কোন প্রশ্নই উঠবে না। তাই সকল মতের মানুষকে স্ব-স্ব স্থানে অথিষ্ঠিত থেকে শেখ হাসিনার নেত্বত্বে বাঙালীর জাতির স্বপ্নের বাংলাদেশ গড়ায মনোনিবেশ করলেই – জাতি হিসেবে আমাদের অবস্থান বিশ্বের দরবারে উজ্জল হবে।