ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চুম্বন দিয়ে শিহরিত করবে, ইতর – অভ্র ওয়াসিম

যৌবনের উল্লাসে আত্মসমর্পণ দিনে
বুকের শিহরণ বুঝে নাও, নেই বাঁধা
আমি এলিয়ে দিলাম তোমার পরে
নিয়ে নাও, সাগরের জলোচ্ছ্বাস ভেঙে দাও।
আয়নায় মনের দুধ রঙ
দেখতে আর ভাল্ লাগে না
তোমাকে ভাগ দেবো, নেবে?
চুম্বন দিয়ে শিহরিত করবে – ইতর।
মাথার কী আর দোষ
যৌবনের খেয়াল মাতাল বেহিসাবি
অন্তরের মাঝে খরস্রোতা শব্দ
শুনতে পাও কি যৌবনের ঘুঙুর।