ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুই পরিবর্তন, বোলিংয়ে বাংলাদেশ

সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে শারজায় মুখোমুখ ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ইতোমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। গত ম্যাচের মতই টস ভাগ্য ছিলো বাংলাদেশের পক্ষে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করব। পরিসংখ্যানের দিকে আমাদের তাকাতে হবে। তাদের ব্যাটিং অর্ডারের গভীরতা অনেক। তাই আমরা চেষ্টা করব একটা মোটামুটি সংগ্রহের মধ্যে তাদের আটকে দিতে এবং সেটা সফলভাবে তাড়া করতে।’

তিনি বলেন, ‘নুরুল হাসান খেলছে না। সৌম্য সরকার এসেছে। নাসুম আহমেদও নেই এবং তাসকিন এসেছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। উইকেট কিপার নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে জায়গায় পেয়েছেন সৌম্য সরকার। আর স্পিনার নাসুমের পরিবর্তে আবারও একাদশে ফিরেছেন তাসকিন।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, লিটন দাস,সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, রস্টন চেজ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কায়রন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়েন ব্র্যাভো, আকেয়াল হোসিন, রবি রামপল।