ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘মার খাবি নাকি নেংটু হবি’ হুমকি দিয়ে জেলে তিন যুবক

এক ঘটনায় একজন কিশোরকে শাস্তি হিসেবে দুটি প্রস্তাব দেওয়া হয়। হয় তাকে মারধর হজম করতে হবে, অন্যথায় নগ্ন হতে হবে।মারধর এড়াতে ওই কিশোর নগ্ন হওয়ার অপশনটি বেছে নেয়।

সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে কিশোরকে নগ্ন অবস্থায় দেখানো হয়।

জানা গেছে, ২৭ বছর বয়সী মুহাম্মদ নূর ফারিজওয়ান ভিডিওটি তার মোবাইল ফোনে ধারণ করেন। দোষী প্রমাণিত হওয়ার পর তার চার সপ্তাহের কারাদণ্ড হয়েছে।

তবে ১৭ বছর বয়সী ভুক্তভোগীর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। ২০১৯ সালের ১২ মার্চ এক ব্যক্তিকে চড় মেরেছিল সে।

এ ঘটনার পরদিন সিঙ্গাপুরিয়ান ফারিজওয়ান এবং আরেক ব্যক্তি মুহাম্মদ ইয়াশিম তাকে ধরে ফেলেন। কিশোরের পরিচয় জানার পর তাকে চড় মারেন এবং কোমরে লাথি দেন।

পরে তাদের সঙ্গে মারধরের পর্বে যোগ দেন মুহাম্মদ আজরি জোসি নামে আরেক ব্যক্তি। এরপর তারা ওই কিশোরকে বলেন, অপরাধ স্বীকার করে নিয়ে অনুতপ্ত হয়ে মার খেতে হবে কিংবা সবার সামনে নগ্ন হতে হবে।

আইনজীবী বলছেন, ওই কিশোর মার খাওয়ার ভয়ে নগ্ন হয়। তখন সেই দৃশ্য মোবাইলে ধারণ করে রাখা হয়। পরে সেই ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ডেনিয়েলকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মুহাম্মদ আজরি জোসির কারাদণ্ড দেওয়া হয়েছে তিন সপ্তাহ।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস।