
ঢাকা: লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি মেনে ৪ ঘণ্টার জন্য মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের দোকান খোলা রাখার সুযোগ চেয়েছে । বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন শনিবার (৩ এপ্রিল) দুপুরে এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলু সরকারের কাছে এ অনুরোধ জানিয়েছেন ।
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে রিচার্জ ব্যবসায়ীরা দোকান খোলা রাখতে চায় বলে জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন সভাপতি আমিনুল ইসলাম বুলু বলেন , এই মুহূর্তে দেশে লকডাউন প্রয়োজন। ঠিক তেমনি জীবন-জীবিকারও প্রয়োজন রয়েছে। সরকার যেহেতু লকডাউন দিতে যাচ্ছে। তাই আমাদের একটাই চাওয়া। আমাদের ক্ষুদ্র রিচার্জ ব্যবসাটা মানুষের প্রয়োজনে চালিয়ে রাখতে চাই । যেহেতু মোবাইলের রিচার্জ ও মোবাইল ব্যাংকিং মানুষের নিত্য দিনের সঙ্গী। ব্যবসা না চললে ক্ষুদ্র ব্যবসায়ীদের সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়বে। এজন্য আমরা ৪ ঘণ্টার জন্য সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়েছি সরকারের কাছে। আমাদের জীবন ও জীবিকা দুইটাই করতে হবে। আমরা প্রথমে এই ধাক্কাটা সামলাই। তারপর করোনার প্রকোপ কমতে শুরু করলে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তাই আমরা জনপ্রশাসন মন্ত্রীন কাছে অনুরোধ করছি আগামী এক সপ্তাহের জন্য যাতে ৪ ঘণ্টার জন্য দোকান খুলতে পারি সে ব্যবস্থা যেন করে দেন। আমরা কথা দিচ্ছি স্বাস্থ্যবিধি মেনেই দোকান খোলা রাখব।