
কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে বাবার সঙ্গে অভিমান করে হিরা খাতুন (১৪) নামে এক মাদরাসাছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নাজিমখান ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
হিরা খাতুন নাজিমখান ইউনিয়নের ছড়ার পাড় গ্রামের হারুন মিস্ত্রির মেয়ে ও স্থানীয় সরফ উদ্দীন মহিলা দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাতে হিরা খাতুনের বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকালে বাবা হারুন মিস্ত্রি মেয়ে হিরাকে মারধর করেন। এতে হিরা বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।