
রাজধানীর পল্লবী এলাকা থেকে ১৩১ বোতল বিদেশি মদ, ২৮৬ ক্যান বিদেশি মদ ও ৯৫ ক্যান বিয়ারসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৪)।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর পল্লবীর মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আসাদুল শেখ (৩৩), মো. মোরশেদ আলম (৩৮), মো. হেলাল উদ্দিন (২৭), মো. রায়হান (৩০), মো. হাসিবুল হোসাইন (৩৬), মো. হুমায়ুন কবির (৪৮) ও মো. আল আমিন (২৫)।র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিউয়ার রহমান চৌধুরী ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের মাদক ব্যবসার অপরাধ স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ র্যাব কর্মকর্তা।