
পাকিস্তানের হয়ে বোলিংটা শুরু করেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। প্রথম ওভারটি দেখে শুনেই শুরু করেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ নাইম ও সাইফ হাসান। তবে দ্বিতীয় ওভারেই ফিরে গেলেন নাইম। প্রথম বলটা ওয়াইড দিলেও হাসান আলীর অফ স্টাম্পের অনেক বাইরে করা দ্বিতীয় বলে ব্যাট চালাতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি।
এরপর তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ওভারের শেষ বলেই তিনি ফেরান সাঈফ হাসানকে। উইকেটে পড়ার পর হঠাৎ বাউন্স করা বলে স্লিপে ক্যাচ দেন সাঈফ। টি-টোয়েন্টি অভিষেকে ৮ বলে ১ রান করেন তিনি।
এতে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লেতে রান তুলতে হাঁসফাঁস করতে হচ্ছিল টাইগারদের। এ অবস্থায় নাজমুলও যেন উইকেট বিলিয়ে দিয়ে আসলেন।
ওয়াসিমের বলে নাজমুলের ব্যাট ছুঁয়ে আকাশে উঠে বল। বোলিং প্রান্তে ওয়াসিম ঠাণ্ডা মাথায় ক্যাচটি নিলেন নিজেই। ১৪ বলে ৭ রান করে ফিরেছেন নাজমুল। ওভারের দ্বিতীয় বলেও ক্যাচ দিয়েছিলেন তিনি।
পাওয়ার প্লে-র ৬ ওভারে শেষে নড়বড়ে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ২৫ রান। ব্যাট করছেন মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহ আফিফ।