
জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে নওরোজ আমিন (৩০) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিককে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
সোমবার (১১ অক্টোবর) অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস সুপ্রীম কোর্ট তাকে ৫ বছর ৪ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে বলে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।
২০১৬ সালে বাংলাদেশে ফেরার চেষ্টার সময় নওরোজ আমিনকে আটক করার তথ্য জানায় অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ। তখন তার লাগেজে তল্লাশি চালিয়ে সন্দেহজনক জিনিসপত্র পাওয়া যায় বলেও জানানো হয় অস্ট্রেলিয়া পুলিশের পক্ষ থেকে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নওরোজ আমিনের স্যুটকেসে ইসলামিক স্টেট (আইএস) প্রকাশিত সাময়িকী এবং সন্ত্রাস সম্পর্কিত তথ্য সংবলিত ইউএসবি ড্রাইভ পাওয়া যায়। পরে বিদেশি রাষ্ট্রের সীমানায় গিয়ে উগ্রবাদ কাজে লিপ্ত হওয়াসহ তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনে অস্ট্রেলিয়ার পুলিশ।
নওরোজ আমিন সন্ত্রাসী কাজে যোগ দেয়ার পরিকল্পনা এবং কাস্টমস আইন ভঙ্গের দায় স্বীকার করেছেন বলেও জানায় তারা।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নওরোজ আমিনক অস্ট্রেলিয়ার ইঙ্গেলবার্নে বসবাস করছিলেন। পরে হিংসাত্মক উগ্রবাদে লিপ্ত হতে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন তিনি।
ওই ঘটনার পর ২০১৭ সালের অক্টোবর মাসে নওরোজ আমিনের স্ত্রী সাদিয়া আমিনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছিল, সাদিয়া আমিন নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী জামাতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। নওরোজ আমিনই তাকে জঙ্গীবাদে দীক্ষা দেন।