ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছর পদার্থ বিজ্ঞানে জাপান, জার্মানি ও ইতালির তিন বিজ্ঞানী নোবেল পুরস্কার জিতেছেন। এরা হলেন- সুকুরো মানাবে, ক্লাউস হাসেলমান ও জর্জিও পারিসি। মঙ্গলবার বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

সুকুরো মানাবে ও ক্লাউস হাসেলমানকে পৃথিবীর জলবায়ুর বাস্তবিক মডেল তৈরি, এর বৈচিত্র নিয়ে গবেষণা এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ে বিশ্লেষণের স্বীকৃতি সরূপ এ পুরস্কার দেয়া হয়েছে।

অপরদিকে জর্জিও পারিসি আণবিক গবেষণার স্বীকৃতিসরূপ এ পুরস্কার পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রয়্যাল সুইডিস অ্যাকাডেমি অব সাইন্সেসের সাধারণ সম্পাদক গোরান হ্যানসন তাদের নাম ঘোষণা করেন।