ঢাকা, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার পর শীতের আঘাত, রাইড শেয়ারিং ব্যবসায় ধস

ঢাকা: মাঘের শুরু থেকে ক্রমেই বাড়ছে শীত। দেশের বেশিভাগ অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।শীতের তীব্রতা বাড়ায় দেশের রাইড শেয়ারিং ব্যবসায় ধস নেমেছে।

দিনশেষে ২-৪ জন যাত্রীও হচ্ছে না। ফলে চরম অর্থ সংকটে দিন কাটছে নিম্ন আয়ের এসব মানুষের। করোনা মহামারির সময় এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। এ দুঃসময়ের মধ্যেই শীত জেঁকে বসেছে রাইড শেয়ারিং সেবায়।

শনিবার (২৩ জানুয়ারি) একাধিক রাইড শেয়ারিং ব্যবসায়ী এমনটিই জানান সংগঠন সংবাদকে।

তারা জানান, বেকারত্ব দূর করতে প্রচুর লোক এ পেশায় ঢুকেছে। তারপরও খারাপ যাচ্ছিল না। তবে করোনা মহামারির কারণে বড় আঘাত এসেছে এ পেশায়। দীর্ঘ সময় বেকার থাকতে হয়েছে। সবকিছু স্বাভাবিক হতে শুরু করলে তারাও এ পেশায় বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেন। শীতের তীব্রতা এ পেশায় নতুন করে আঘাত হেনেছে।