
আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার, সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনস্বার্থে বাংলাদেশের সভাপতি বাবুল হোসেন জমাদার ও মহাসচিব মো: সাইফুল ইসলাম ।
আজ সোমবার এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।