
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নির্বাচন কমিশনের মোবাইল প্রতীক বরাদ্দ চাওয়াতে আপত্তি জানিয়েছে জনস্বার্থে বাংলাদেশ নামে রাজনৈতিক দল।
আজ সোমবার (২২ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আপত্তি জানিয়ে চিঠি দিবেন বলে জানিয়েছেন জনস্বার্থে বাংলাদেশের প্রেসিডেন্ট মো: বাবুল হোসেন ।
সামাজিক মাধ্যমে তিনি বলেন- পত্রিকায় জানতে পারলাম- নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হবে। যেসব দল নিবন্ধন লাভ করবে, ওই দলগুলোকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করতে গিয়ে আমাদের রাজনৈতিক দলের প্রস্তাবিত প্রতীক মোবাইল ফোন চেয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তাতে আমাদের আপত্তি আছে। কারণ, ‘মোবাইল প্রতীক’ নিয়ে আমাদের রাজনৈতিক দল দীর্ঘ দিন যাবত কার্যক্রম করে আসিতেছে এবং নির্বাচন কমিশন আমাদের দলের প্রস্তাবিত প্রতীকের ব্যাপারে অবগত আছেন। তাই বলবো এনসিপির মতো একটি রাজেনৈতিক দল অন্যের প্রতীক চুরি করে নিবন্ধন নেওয়ার চেষ্টা করছে যা রিতিমতো ঘৃণিত ও হীনমান্য কাজ।
সামাজিক জোগাযোগ মাধ্যমে বাবুল হোসেন আরো জানিয়েছে, উদাহরণ হিসেবে কোন রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনে প্রস্তাবিত প্রতীক হিসাবে চিঠি পত্র চালাচালি করে সে প্রতীক কখনই অন্য রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রতীক চাইতে পারে না।
তিনি আরো উল্লেখ বলেন, নতুন নিবন্ধিত চাওয়া রাজনৈতিক দল এনসিপিকে বলবো আপনারা অবশ্যই প্রতীকের তালিকা থেকে মোবাইল মার্কা বাদ দিবেন।