বাংলাদেশ পুনর্গঠনে দলটি ১৪ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছে। সেগুলো হলো-
২। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা।
৩। দুর্নীতিমুক্ত ন্যায়নীতি ভিত্তিক সমাজ গঠন করা।
৪। একটি আত্মনির্ভরশীল জাতি গঠন করা।
৫। প্রশাসনের সর্বস্তরে, উন্নয়ন কার্যক্রম এবং আইন- শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা।
৬। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা।
৭। গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা করা।
৮। দেশকে নৈতিক ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করা।
৯। সকল দেশবাসীর জন্য দেশে উন্নত চিকিৎসার বন্দোবস্ত করা, দেশের বেকারত্ব দূরীকরণ।
১০। নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
১১। কর ব্যবস্থা রহিত করে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা।
১২। শ্রমিকদের অবস্থার উন্নতি ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলা।
১৩। সরকারি চাকুরীজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোভাব তৈরি করা।
১৪। সকল বিদেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব ও মুসলিম দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করা।