ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অন্য অস্ত্রধারীদের ট্যাক্সিতে না নিতে চালকদের বললো তালেবান

আফগানিস্তানের নোঙ্গরহর প্রদেশে ট্যাক্সি চালকদের উদ্দেশে তালেবান বলেছে, তারা যেনো তালেবানের সশস্ত্র সদস্য ছাড়া অন্য কাউকে টেক্সিতে না নেয়। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

নোঙ্গরহর প্রদেশের কর্মকর্তাদের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকার ওই প্রদেশের ট্যাক্সি চালকদের এ নির্দেশনা দিয়েছে।

একইসঙ্গে সন্দেহভাজন এ ধরনের অস্ত্রধারীদের নজরে পড়লে কর্তৃপক্ষকে জানানোর জন্যও টেক্সি চালকদের বলা হয়েছে।

সম্প্রতি আফগানিস্তানে আইএসকেপির (ইসলামিক স্ট্যাট অব খোরাসান প্রোভিন্স) হামলা বেড়েছে। বিশেষ করে নঙ্গরহর প্রদেশে হামলার ঘটনা ঘটছে বেশি।

ইতোমধ্যে ভয়াবহ বেশ কয়েকটি আইএস হামলায় আফগানিস্তানে কয়েকশ’ মানুষের মৃত্যু হয়েছে। বিশেষ করে শিয়া জনগোষ্ঠীর লোকজনকে লক্ষ্য করে আইএসের হামলা বেড়েছে।