ঢাকা, বুধবার, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে হামলা, পালালেন হাজার বন্দী

দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার একটি কারাগারে বন্দকধারীদের হামলার পর কয়েকশ বন্দী পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, তাদের সংখ্যা প্রায় এক হাজার।

ওইয়ো রাজ্যের ওইয়ো সংশোধন কেন্দ্রের মুখপাত্র ওলানরেওয়াজু আনজোরিন স্থানীয় সময় শনিবার (২৩ অক্টোবর) বার্তা সংস্থা এপিকে বলেন, শুক্রবার গভীর রাতে বন্দুকধারীরা ওই হামলা চালায়।

হামলার পর ঠিক কতজন বন্দী পালিয়ে গেছেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি। তিনি বলেন, পালিয়ে যাওয়া বা পুনরুদ্ধার করা লোকদের সংখ্যা নিশ্চিত করতে পারছি না। এ ঘটনার পর সংশোধন কেন্দ্র এবং শহরের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হামলার পর হাজারের মতো বন্দী পালিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে বলছে, পালিয়ে যাওয়া বন্দীর সংখ্যা অন্তত ৮০০ জন। রয়টার্স বলছে, হামলার পর ৫৭৫ বন্দী নিখোঁজ রয়েছে।

চলতি বছর নাইজেরিয়ায় তৃতীয়বারের মতো এ ধরনের ঘটনা ঘটলো। এর আগের দুটি ঘটনায় অন্তত ২ হাজার কারাবন্দী পালিয়ে যান।

২০১৭ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৩০৭ জন বন্দী কারাগার থেকে পালিয়েছেন।