ঢাকা, শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মোদীকে রাহুল গান্ধীর চিঠি, ভেতরে যা আছে

ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপির তীব্র সমালোচনা করে এবং একইসঙ্গে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের গতি বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী।

শুক্রবার (০৭ মে) লেখা চিঠিতে সরকারের সমালোচনা, টিকাদানে গতি বাড়ানোসহ বেশ কিছু পরামর্শ তুলে ধরেন রাহুল।

মোদীকে লেখা চিঠিতে রাহুল গান্ধী বলেন, ‘বর্তমানে কোভিড পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা গোটা ভারতকে ফের অবশ্যম্ভাবী লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে। কেন্দ্রের মোদী সরকার আগেভাগেই করোনার বিরুদ্ধে জয় ঘোষণা করে দিয়েছিল, যার পরিণামেই দেশে আজ করোনা সংক্রমণে এই ভয়াবহ অবস্থা।’

চিঠিতে রাহুল বলেন, ‘করোনা সংক্রমণে গোটা দেশের যা পরিস্থিতি, তাতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার মুখে। বর্তমানে দেশজুড়ে করোনার যে ভয়ঙ্কর অবস্থা, তাতে আমি আপনাকে (মোদী) চিঠি লিখতে বাধ্য হচ্ছি। দেশবাসীর এই সংকটকালে আপনার একমাত্র প্রাধান্য দেওয়া উচিত দেশবাসীর কল্যাণের দিকে। গোটা দেশের মানুষ যে চরম কষ্টে চলছেন, সেখানে দাঁড়িয়ে মানুষের কষ্ট লাঘব করার জন্য আপনার উচিত সবকিছু করা। এ ক্ষেত্রে ভাবনা-চিন্তার কোনও অবকাশ নেই।’

মোদীর উদ্দেশ্যে রাহুল বলেন, ‘করোনা ভাইরাস এতবার রূপ পাল্টে ভয়ঙ্কর আক্রমণ করতে পারছে। এর পেছনে ভারতের নাগরিক বৈচিত্রও একটি কারণ। দিন যত গড়াচ্ছে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে করোনা।’

এ পরিস্থিতে মোদী সরকারকে বেশ কয়েকটি পরামর্শ দেন রাহুল গান্ধী। যার মধ্যে তিনি উল্লেখ করেন- বৈজ্ঞানিক পদ্ধতিতে দেশে ভাইরাসের প্রজাতির পরিবর্তনের দিকে নজর রাখা; নতুন প্রজাতির ওপর ভাইরাসের কর্মক্ষমতা কতটা, তা পর্যবেক্ষণে রাখা; সার্বিক পরিস্থিতি বিচার করে দেশের মানুষের দ্রুত টিকাকরণ এবং ভারতের আবিষ্কার সম্পর্কে সারা পৃথিবীর মানুষকে অবগত করা।

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জনে। আর মোট মৃত্যু বেড়ে হয়েছে ২ লাখ ৩০ হাজার ১৬৮ জন।

দেশটিতে তৃতীয়বার ও টানা দ্বিতীয় দিন দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়ালো। গত ৩০ এপ্রিল প্রথম একদিনে ৪ লক্ষাধিক আক্রান্তের খবর পায় ভারত।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল ভারতে করোনায় দৈনিক আক্রান্ত ছিল ৪ লাখ ২ হাজার ৩৫১ জন। ৬ মে আক্রান্ত হয় ৪ লাখ ১২ হাজার ৯১৮ জন আর ৭ মে সে সংখ্যা ছাপিয়ে একদিনে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন আক্রান্ত হয়েছে।

গেল ১ মাচ ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছিল ১৫ হাজার ৫১০ জন। ওই মাসের শেষ দুই সপ্তাহে দৈনিক আক্রান্ত ৩ লাখ ছাড়িয়ে যায়। এপ্রিলে এ সংখ্যা পৌঁছায় সাড়ে ৩ লাখে। মে মাসের প্রথম সপ্তাহে এই দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়ালো।