
টানা দুই মাস নিষেধাজ্ঞা থাকার পর পইলা মে মধ্যেরাত থেকে ,মেঘনা নদীতে মাছ শিকারে মেঘনা নদীতে নামছে লক্ষ্মীপুরের জেলেরা। এর মধ্যে জাল ও নৌকাসহ সব ধরণের কাজ সেরে নিয়েছেন জেলেরা। জেলা মৎস্য বিভাগ বলছেন,নিষেধাজ্ঞায় নদীতে মাছধরা থেকে বিরত থাকায় দুই মাসের জন্য জেলে পরিবারকে ৪০ কেজি হারে চার মাস খাদ্য সহায়তা প্রদান করা হবে। জেলেরা চাচ্ছেন, খাদ্য সহায়তা নয় পুর্নবাসনের দাবী হিসেবে ফেরত যোগ্য ব্যাংক লোন চান তারা।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় প্রায় ৫২ হাজার জেলে রয়েছে। মেঘনা নদী নির্ভরশীল সরকারি তালিকায় এদের মধ্যে ৪৩ হাজার ৪ শত ৭২ জন জেলে নিবন্ধিত রয়েছে। এদের অধিকাংশই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। ইলিশ রক্ষায় জাটকা সংরক্ষণে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকার ১শ’ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রম ঘোষিত এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকাসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ছিল। এসময় বিকল্প কর্ম সংস্থানের ব্যাবস্থা না থাকায় পরিবার পরিজন নিয়ে দিন কাটানোর চিন্তায় হতাশাগ্রস্থ অবস্থায় আছেন বলছেন জেলেরা।