ঢাকা, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আরেফিন জুনায়েদের নতুন নাটক ‘সরি মীরাবাই’

আসছে তরুণ অভিনেতা আরেফিন জুনায়েদের নতুন নাটক। সজিব চিশতি পরিচালিত ‘সরি মীরাবাই’ নামের নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে এক নাচনেওয়ালীর জীবনী নিয়ে। একই নাটকে মীরা চরিত্রে অভিনয় করবেন মডেল ও অভিনেত্রী শিমু খান শেলী।

এ প্রসঙ্গে জুনায়েদ বলেন, ইউটিউব দিয়ে আমার শোবিজে কাজ শুরু হলেও ইচ্ছে আছে বড়পর্দা অভিনয় করার। আর সে লক্ষ্যেই নিজেকে তৈরি করছি। বর্তমানে বেশ কিছু নাটক আর ফ্যাশন ফটোশুট নিয়ে সময় কাটছে। আশা করছি ‘সরি মীরাবাই’ নাটকটি দর্শকদের ভাল লাগবে।

২০১৫ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন জুনায়েদ। ২০১৬ সালে ‘ইটস মাই লাইফ’ নামের আরেটি নাটকে অভিনয় করেন তিনি। এরপর থেকেই পর্দায় নিয়মিত দেখা যায় তাকে।