ঢাকা, মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রায়েরবাগের রাব্বী হত্যা মামলার আসামিদের গ্রেফতার করছে না পুলিশ

রাজধানীর কদমতলীর রায়েরবাগ চৌরাস্তায় ১১ বছরের কিশোর রাব্বীকে শ্বাসরোধে হত্যার ঘটনার ঘটনায় খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে নিহত কিশোর রাবি্বর মা জোবেদা খাতুন অভিযোগ করেন। প্রকৃত খুনিদের ফাঁসি ও নির্দোষ ব্যক্তিদের মুক্তি দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন রাবি্বর পিতা লিটন মিয়া, মামা সিরাজ ও মামাতো ভাই সাগর, ফারুক, আকবর হোসেন ও কবির। নিহত রাবি্বর মা জোবেদা খাতুন বলেন, রাবি্ব ৭ বছর যাবত মামা সিরাজের চায়ের দোকানে কাজ করত। গত ৩০ এপ্রিল দুপুরে দোকান থেকে রাবি্ব বাসায় ভাত খেতে যায়। এ সময় মামা, মামি ও মামাতো ভাইসহ কেউ বাসায় ছিল না। তারা সবাই দোকানে ছিল। ওই সুযোগে কামাল ও তার স্ত্রী সালমা রাবি্বকে একা পেয়ে ঘরে ঢুকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে ও মৃতদেহ বাথরুমে ঝুলিয়ে রেখে চলে যায়। ওইদিন বিকেল ৩টার দিকে রাবি্বর নিথর দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।