ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

এফবিসিসিআই’র সাধারণ পরিষদ সদস্য তৌফিকুন্নেছা লাকির ছোট মেয়ের মৃত্যুতে বুলুর শোক

নিজস্ব প্রতিনিধি: এফবিসিসিআই’র সাধারণ পরিষদ সদস্য তৌফিকুন্নেছা লাকির ছোট মেয়ে তাসনিম ফারুক তমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন। শোকবার্তায় বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই এর সাধারণ পরিষদ সদস্য আমিনুল ইসলাম বুলু বলেন -গতকাল ২১ অক্টোবর দুপুর আনুমানিক দুইটায় হলি ফ্যামিলি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া তমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।