ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাস কাউন্টারের ড্রয়ারে মিললো নবজাতক

ঢাকা : রাজধানীর শাহবাগ এলাকায় বাস কাউন্টারে টেবিলের ড্রয়ার থেকে দেড়মাস বয়সি একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কে বা কারা বাস কাউন্টারের ড্রয়ারে শিশুটির হাত-পা গুটিয়ে রেখে যায়। পরে, আশপাশের লোকজন শিশুর কান্না শুনে ড্রয়ার থেকে শিশুটিকে উদ্ধার করে।

পরে, পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করে।

চিকিৎসক জানান, শিশুটির শারীরিক অবস্থা ভালো। তাকে এখন রমনা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।