ঢাকা, শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

“জুলাই অভ্যুত্থান: জাতিসংঘের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গতকাল বৃহস্পতিবার হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ এর আয়োজনে “জুলাই  অভ্যুত্থান: জাতিসংঘের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবি” শীর্ষক একটি সংবাদ সম্মেলন টিআইবি’র ধানমণ্ডি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে এবং অভ্যুত্থান পরবর্তী সহিংসতার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) এর তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ ও সদস্য, স্টিয়ারিং কমিটি, এইচআরএফবি; রঞ্জন কর্মকার, নির্বাহী পরিচালক, স্টেপস টুওয়ার্ডস ডেভলপম্যান্ট ও সদস্য, স্টিয়ারিং কমিটি- এইচআরএফবি; শামসুল হুদা, নির্বাহী পরিচালক- এএলআরডি ও সদস্য- এইচআরএফবি; মো. বরকত আলি, পরিচালক, ব্লাস্ট; তামান্না হক রীতি, সমন্বয়ক, আইন ও সালিশ কেন্দ্র; রওশন আরা, সদস্য, নারীপক্ষ এবং ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি ও সদস্য- এইচআরএফবি।