ঢাকা, বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সাইফকে নিয়ে নেটিজেনদের কটাক্ষ : যা বললেন বোন সাবা

বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার পর থেকেই প্রতিদিন নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসছে। তার মধ্যে হাসপাতাল থেকে একেবারে অন্য মুডে বাড়ি ফিরতে দেখা গেছে অভিনেতাকে। যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেতার দ্রুত সুস্থ হয়ে ওঠা নিয়ে নেটিজেনদের মাঝে নানা প্রশ্ন উঠছে। বোন সাবা পতৌদি সমালোচকদের অনুরোধ করেছেন এসব নিয়ে বেশি চিন্তা-ভাবনা না করতে।

যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘নিজেদের একটু শিক্ষিত করুন।’ পাঁচ দিনের মধ্যে সাইফের সুস্থ হওয়া নিয়ে হৃদরোগ বিশেষজ্ঞ দীপক কৃষ্ণমূর্তির একটি ভিডিওসহ বক্তব্যও সেই পোস্টে যুক্ত করে দিয়েছেন সাবা।

প্রসঙ্গত, সাইফের উপর হামলা নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন। মহারাষ্ট্রের মন্ত্রী নীতীশ রানে এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার প্রশ্ন ছিল, কীভাবে ছুরির আঘাতে জখম হয়ে এত দ্রুত সুস্থ হয়ে উঠলেন অভিনেতা?