ঢাকা, বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অবিলম্বে বেসরকারি শিক্ষক কর্মচারিদের বেতন ভাতা প্রদানের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭ জানুয়ারি সকাল ১০ টায় পুরানা পল্টন আজাদ সেন্টারে  বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোট বাংলাদেশের আহবায়ক অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিনের  সভাপতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ-মোঃ মাইনুদ্দিন  মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান এক আলোচনায় বলেন, অবিলম্বে লাখো লাখো শিক্ষক কর্মচারিদের বেতন ভাতা প্রদানের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি এবং অবিলম্বে শিক্ষক কর্মচারিদের বেতন ভাতা প্রদানের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, ইএফটি সমস্যা জনিত কারণে লাখো শিক্ষকদের আজ ১৭ তারিখ পর্যন্ত বেতন ভাতা হয়নি, শিক্ষকরা বাসা ভাড়া প্রদান করতে পারছে না,শিক্ষক কর্মচারিরা মানবেতর জীবন যাপন করছে। তাই বিকল্প পদ্ধতি ব্যবহার করে শিক্ষক কর্মচারিদের বেতন ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোটের আলোচনা সভায় জরুরি ভাবে বেসরকারি শিক্ষক কর্মচারিদের বৈষম্য দুর করার জন্য কর্তৃপক্ষের নিকট  জোর দাবি জানান। তারা আরো বলেন, শিক্ষায়  বৈষম্য দূর করতে হবে, এর একমাত্র সমাধান এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণ। নেতৃবৃন্দরা আরো বলেন,  শিক্ষায়  বৈষম্য নিরসনে  শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়োমে ৪৫% বাড়ি  ভাড়া, ১৫০০/ চিকিৎসা ভাতা এবং সর্বজনীন বদলি  ও পেনশন সুবিধা চালু এবং অবসর প্রাপ্ত শিক্ষকদের অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান ও শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার জোর  দাবি জানান।