ঢাকা, বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আ. লীগ সরকারের নতজানু মনোভাবের কারণে ফেলানী হত্যার বিচার হয়নি’

বিগত ১৬ বছর ধরে পতিত আওয়ামী লীগ সরকারের নতজানু মনোভাবের কারণে ফেলানী হত্যার বিচার হয়নি বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের সেক্রেটারি আসিফ আব্দুল্লাহ। তিনি বলেন, বিএসএফ সুযোগ পেয়ে প্রায় ছয় শতাধিক বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সীমান্তে বাংলাদেশি নাগরিক ফেলানী হত্যার প্রতিবাদে ছাত্রশিবির ধানমন্ডি থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ আব্দুল্লাহ বলেন, ফেলানী হত্যার বিচার আজও হয়নি। ফেলানীর পরিবার আজও বিচারের আশায় অপেক্ষা করছে৷ বিগত ষোলো বছরের নতজানু সরকারের আমলে প্রায় ছয় শতাধিক বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে ঘাতক বিএসএফ বাহিনী।

আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ফেলানীসহ সব সীমান্ত হত্যার সুষ্ঠু বিচার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানমন্ডি থানা ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমেদ ফাহিম। আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর পূর্বের সাংস্কৃতিক সম্পাদক তাহমিদ জামান ও দপ্তর সম্পাদক নাজমুল হক মাহদী।