ঢাকা, সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কখন, কোথায় মঞ্চ মাতাবেন জেমস-হাসানরা?

গত ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হওয়ার কথা ছিলো ঢাকা রেট্রো শিরোনামের একটি কনসার্টের। সেখানে পারফর্ম করার কথা ছিল নব্বই দশকের কালজয়ী চার ব্যান্ড- নগরবাউল জেমস, মাইলস, আর্ক ও দলছুট-এর। কিন্তু কনসার্টটির একদিন আগে জানানো হয়, ভেন্যু জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে কনসার্টটি।

এতে দর্শক-শ্রোতারা সাময়িক হতাশ হলেও পরবর্তীতে আয়োজকেরা নতুন ভেন্যু ও তারিখ জানিয়ে দেয়।

এমনিতেও কনসার্টটি নিয়ে শ্রোতাদর্শকের উত্তেজনার শেষ নেই। একেতো একসঙ্গে মঞ্চ মাতাবে নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট-এর মতো কালজয়ী ব্যান্ডগুলো। এদিকে আবার বোনাস হিসেবে চার ব্যান্ডের সাথে যুক্ত করা হয়েছে ওয়ারফেজের প্রাক্তন সদস্য গিটারিস্ট অনি হাসানকে।

সবমিলিয়ে কনসার্টটি দেখার জন্যে অধীর আগ্রহে শ্রোতারা। সম্প্রতি আয়োজক প্রতিষ্ঠান ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর ‘ঢাকা রেট্রো’ কনসার্টটি রাজধানীর সেনা প্রাঙ্গণ হলে অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৫ টায় শুরু হবে কনসার্ট।

জানা গেছে, ‘গেট সেট রক’-এর ওয়েব সাইটে ভিজিট করে দর্শক এখনও টিকেট কাটতে পারছেন। সাইটে  দুই ক্যাটাগরির টিকেট পাওয়া যাচ্ছে। ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা।