ঢাকা, সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অধ্যক্ষ -উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

অধ্যক্ষ -উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির এক সভা শনিবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে  পল্টনে আজাদ সেন্টারে অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় বিধি বহির্ভূত ভাবে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থী ও বহিরাগতদের দিয়ে জোর করে পদত্যাগ পত্র গ্রহন করা সত্যিই দু:খ জনক, এ অপ্রত্যাশিত ঘটনার নিন্দা ও ক্ষোভ জানানোর ভাষা আমাদের নেই, নেতৃবৃন্দ বলেন অনতিবিলম্বে এ অপ্রত্যাশিত ঘটনা বন্ধ না করলে এ বেয়াদপি চলতে থাকবে তাই অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম দেশ ব্যাপী
প্রতি বাদ ও ক্ষোভ প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম
প্রতিষ্ঠান প্রধান গনের বিরুদ্ধে যে জুলুম চলছে এবিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্বারক লিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহীত হয়, প্রতিষ্ঠান প্রধানগনের প্রতি জুলুম ও অসম্মানের প্রতিবাদে আগামি ১২/১০/২০২৪ শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত গ্রহিত হয়, উপস্থিত ছিলেন ড. একে. এম. মাহবুবুর রহমান অধ্যক্ষ বদিউল আলম সরকার, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মোঃ নুরুল্লাহ, অধ্যক্ষ ড. নজরুল ইসলাম মারুফ, ড.মোঃ হানিফ খান, অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান, অধ্যক্ষ মোঃ মতলব হোসেন, অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন, অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, ড. এ এইচ এম শহীদুল ইসলাম, অধ্যক্ষ ড. আলমাশ আলী খাঁন।