ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন দুই উপদেষ্টার দপ্তর বণ্টন

ঢাকা: নতুন শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

উপদেষ্টা বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সেনাবাহিনী দায়িত্ব নেয়। এরপর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ৮ আগস্ট ড. ইউনূসসহ ১৪ জন শপথ নেন।